Tense পরিচিতি

Tense পরিচিতি


Tense পরিচিতি

সহজভাবে  Tense শিখাতে আমরা নেমেছি মাঠে। ইংরেজী আমাদের নিজের ভাষা না। একটি বিদেশি ভাষা অবশ্যই আমাদের জন্য কঠিন। তাই একজন শিশুকে যেভাবে প্রথম বর্ণমালা শিখতে হয় তেমনি  ইংরেজী শিখতে গ্রামার সম্পর্কে ধারনা রাখতে হবে। আজ আমরা সহজভাবেই লিখবে Tense সম্পর্কে। 
এই পোস্টে কেবল আমরা Tense এর পরিচিতিটা আলোচনা করবো। পরবর্তীতে আমরা Tense এর প্রকারভেদ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানবো। 
মোটামোটি এই সিরিজ থেকে আমরা Tense সম্পর্কে শিখবই। 

প্রশ্ন: Tense কাকে বলে?

উত্তর: কাজ করার সময়কে Tense বা কাল বলে?

প্রশ্ন: Tense কত প্রকার ও কি কি?

উত্তর: Tense প্রধানত ৩ প্রকার। এগুলো হলো-

Present Tense (বর্তমান কাল)

Past Tense (অতীত কাল)

Future Tense (ভবিষ্যৎ কাল)


Ques: Preset Tense  কাকে বলে?

Ans: Present Tense (বর্তমান কাল): বর্তমান কালে কোন কাজ হয় বা হচ্ছে বুঝালে তাকে Present Tense বলে। 

যেমন: 

He goes to School.

They are playing football.

I have eaten food.

Rahaman has been singing songs for one hour. 


Present Tense (বর্তমান কাল)  ৪ প্রকার-

1. Present indefinite Tense 

2. Present continuous Tense 

3. Present perfect Tense

4. Present perfect continuous Tense


Ques: Past Tense  কাকে বলে?

Ans: Past Tense (অতীত কাল): অতীত কালে কোন কাজ হয়েছিল বা হচ্ছিল বুঝালে তাকে Past Tense বলে। 

যেমন: 

He went to School.

They were playing football.

I had eaten food.

Rahaman had been singing songs for one hour. 


Past Tense (অতীত কাল)  ৪ প্রকার-

1. Past indefinite Tense 

2. Past continuous Tense 

3. Past perfect Tense

4. Past perfect continuous Tense


Ques: Future Tense  কাকে বলে?

Ans: Future Tense (ভবিষ্যৎ কাল): ভবিষ্যৎ কালে কোন কাজ সম্পন্ন হবে বা হতে থাকবে বুঝালে তাকে Future Tense বলে। 

যেমন: 

He will to School.

They will be playing football.

I shall have eaten food.

Rahaman will have been singing songs for one hour. 


Future Tense (ভবিষ্যৎ কাল)  ৪ প্রকার-

1. Future indefinite Tense 

2. Future continuous Tense 

3. Future perfect Tense

4. Future perfect continuous Tense

Previous Post
No Comment
Add Comment
comment url